কাজল চোখে রৌদ্র নরম
ছন্ন মতি ভীষণ রকম
ঈশান কোণে কুহক কোকিল
মন ভুলালি ময়ূরী তুই!
নতজানু মদির মনন
অনুরাগী পাতাল গগন
স্বেচ্ছামরণ স্বীকার করি,
ফাল্গুনী আয় স্বর্গটা ছুঁই!
কাজল চোখে রৌদ্র নরম
ছন্ন মতি ভীষণ রকম
ঈশান কোণে কুহক কোকিল
মন ভুলালি ময়ূরী তুই!
নতজানু মদির মনন
অনুরাগী পাতাল গগন
স্বেচ্ছামরণ স্বীকার করি,
ফাল্গুনী আয় স্বর্গটা ছুঁই!