Bangla

বঙ্গাব্দ ১৪১৬

চৈত্র মাসের তপ্ত ভাঁপে
পুরলো প্রহর, বর্ষ এলো
কাল বোশেখী-র নুতন সূরুয
হুল্লুরী বা’য় হর্ষ এলো।

বর্ষ নবীন করবো বরণ
পান্তাভাত আর ইলিশ ভাঁজা
ইলশে গুড়ি বৃষ্টি নামুক
রৌদ্র গরম তনু ঝাঁঝা

হলদে শাড়ি আলতা রাঙা
বাঙালি আজ সাঁজ পড়েছে,
ঢাকে ঢোলে কোরাস গীতি
আজকে টনক যাক নড়েছে!

3 Comments

 1. মোহাম্মাদ-বিন- বখতিয়ার

  কবিতা-টি খুব সুন্দর হয়েছে ।
  আমি মুগ্ধ হয়েছি আর করবর প্রতি-জানাই অনেক অনেক শ্রদ্ধা।
  মোহাম্মাদ-বিন-বখতিয়ার শামীম।
  ০৭-০১-২০১০ইং
  দুপুর-১২:১০মি:

 2. মোহাম্মাদ-বিন- বখতিয়ার

  কে-আমি।
  বখতিয়ার শামীম।০৪-০১-২০১০
  ———————————————-
  সমগ্র গগণে ঐ উড়ে নীহার রস
  সমগ্র জগৎ ঐ কাপে থর-থর
  সমগ্র ভূবণ ডুবে নীল অন্ধকারে
  সমগ্র শরৎ করে বষ——

  উদিত হয়নি তব এই বঙ্গদ্বীপে
  জ্বাজ্বল্য ঐ রবি রশ্মি
  কাঁপিছে বিষম তালে বিপন্নপরাণ
  এ জন্যে তব নহে দোষি—–

  ক্রন্দনে রত ঐ পথের মানুষ
  ক্রন্দনে রত ঐ করুন অসহায়
  ক্রন্দনে রত ঐ কৃষক, মজুর
  নেবে-না কেহ এর দ্বায়——

  তাই—————
  আমরা ফুটেছি ঐ তারার মেলায়
  আমরা ফুটেছি ঐ বেলা শেষে
  আমরা হেসেছি তাই সবার দুঃখে
  কেহই-না কভু তব রোখে—–

  আমিই প্রথম ফুটি প্রমত্ত অণলে
  আমাকেই করি আমি জাহির
  আমিই দিতেছি ধরা দগ্ধ পবণে
  নিঃপাপ– তবেই হব বাহির—

  সমগ্র আলোকে আমি উঠেছি জেগে
  সমগ্র আলোকে করে ভর
  সমগ্র ভূবণে তাই ছুটেছি বেগে
  আমি যে অণল আমিই জল—–
  —————————————————————————-
  01715-564824
  মোহাম্মাদ-বিন-বখতিয়ার শামীম।
  ০৭-০১-২০১০ইং
  দুপুর-১২:১০মি:

 3. […] বঙ্গাব্দ ১৪১৬ […]

  Comments are closed.