মনের কোণে হুতাশ আমার
থাকুক, স্বীকার করবো না
দু-ফোঁটা জল গড়িয়ে পড়ুক
ব্যথায় আমি মরবো না।
ভোরের কিরণ দুর্বা ঘাসে
শিশির ফোঁটা, ভ্রান্তি কই
চাঁদনী রাতে শতেক জোনাক
জ্বলুক, আমার ক্লান্তি কই
লগন এলে সারস নীড়ে
ফিরুক, আমার নেই মানা
শঙ্খচিলের সঙ্গী আমি
একলা চলি নেই ডাঙা।
nice
মনের কোণে হুতাশ আমার
থাকুক, স্বীকার করবো না…..
ei ta ki taile……
Sanjoy Debnath
A beautiful word selection and rythm between the lines. Simple but meaningful. Touches the heart. My salute to the writer. Regards.
Zahid
Very good
momentam
so so nice poem sonkocil.
all bangla newspaper