Month: March 2009

Recent Posts
Bangla

শঙ্খচিল

মনের কোণে হুতাশ আমার
থাকুক, স্বীকার করবো না
দু-ফোঁটা জল গড়িয়ে পড়ুক
ব্যথায় আমি মরবো না।

ভোরের কিরণ দুর্বা ঘাসে
শিশির ফোঁটা, ভ্রান্তি কই
চাঁদনী রাতে শতেক জোনাক
জ্বলুক, আমার ক্লান্তি কই

লগন এলে সারস নীড়ে
ফিরুক, আমার নেই মানা
শঙ্খচিলের সঙ্গী আমি
একলা চলি নেই ডাঙা।

Bangla

বৃষ্টিবিন্দু

বৃষ্টি পড়ে ঝুমুর ঝুমুর
মেঘের ফাঁকে বজ্রপাত
তোমার পায়ে আলতা নূপূর
করলে আমার মনটি মাৎ!

মনের খেয়াল বেখেয়ালী
উথাল পাথাল ছত্রাকার
আকাশ জোড়া মেঘের মতো
শতেক হাজার রঙ-বাহার!

রঙতামাশা বলুক লোকে
তুমি আমার অষ্টাশ্রম
বৃষ্টি পড়ে ঝুমুর ঝুমুর
হায়রে এ-কি ভ্রান্তি-ভ্রম!